রাজবাড়ীতে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

রাজবাড়ীর বালিয়াকান্দিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার জামালপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় রেলওয়ে মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে রাতে পুরস্কার বিতরণ করেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।

এসময় রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু, সদস্য সচিব কামরুল আলম, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভূইয়াসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফুটবল টুর্নামেন্টে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার খালকুলা ফুটবল একাদশ ২-০ গোলে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার গাজনা ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে আমাদের নির্বাচনের ইশতেহার তৈরির কাজ চলমান। সেই ইশতেহারের মধ্যে বাংলাদেশের ফুটবলকে শক্তিশালী করতে পরিকল্পনা থাকবে। ফুটবলের যে দর্শক রয়েছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সেটি প্রমাণ করে। 

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে