যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে সরাসরি হুমকি দিলেন খামেনি

বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির কড়া জবাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বুধবার (১৮ জুন) টেলিভিশনে সম্প্রচারিত জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘এই জাতি (ইরান) কখনোই আত্মসমর্পণ করবে না। আমেরিকানদের জানা উচিত, যেকোনো সামরিক হস্তক্ষেপ নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতি বয়ে আনবে।’

সম্প্রতি ইসরায়েল ভোররাতে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায়। এর পাল্টা জবাবে ইরানও হামলা চালায়। এই পরিস্থিতির মধ্যেই ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করার আহ্বান জানান এবং বলেন, ‘যুক্তরাষ্ট্র জানে খামেনি কোথায় আছেন, তবে এখনই তাঁকে হত্যা করা হবে না।’

খামেনি তার বক্তব্যে বলেন, ‘আমেরিকানরা জানুক, ইরানি জাতি কোনো হুমকি বা চাপের কাছে নতি স্বীকার করে না। আমাদের ইতিহাসই তার প্রমাণ।’ তিনি আরও বলেন, ‘যারা বুদ্ধিমান, তারা জানে—ইরান কখনো ভয় পায়নি, এবারও পাবে না।’

এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ইসরায়েল ইরানের দুটি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়েছে। সংস্থাটির এক্স (সাবেক টুইটার) পোস্টে বলা হয়, হামলার শিকার কেন্দ্র দুটি হলো টিইএসএ কারাজ ও তেহরান রিসার্চ সেন্টার, যেগুলি একসময় আইএইএর নজরদারির আওতায় ছিল।

ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, ৫০টির বেশি যুদ্ধবিমান দিয়ে ইরানের সেন্ট্রিফিউজ ও অস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে ইরান থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে