মুন্সিগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া ও আলোচনা

 আপডেট: ২৩:০১, শনিবার, ৩১ মে, ২০২৫

মুন্সিগঞ্জের গজারিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দিনব্যাপী গজারিয়া উপজেলার নতুনচর চাষী, আলীপুরা, ভাটেরচর, বালুয়াকান্দি-সহ বিভিন্ন স্পটে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শনিবার সকাল এগারোটায় গুয়াগাছিয়া ইউনিয়নের নতুনচর চাষী এলাকায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আ.ক.ম. মোজাম্মেল হক।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক একেএম গিয়াস উদ্দিন, গজারিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপন, গজারিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম খান, উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক মাজেদ মেম্বার, মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন পান্নু, গজারিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভূঁইয়া প্রমুখ।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে