মায়ের সাথে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল শিশুর

আপডেট: ২২:০২, শনিবার, ৩১ মে, ২০২৫

নেত্রকোনার কেন্দুয়ায় মায়ের সাথে গরু আনতে হাওরে গিয়ে বজ্রপাতে মীম আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকালে উপজেলার গড়াডোবা ইউনিয়নের ডুমদি গ্রামে এ ঘটনা ঘটে। 

এদিকে একই উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের কুতুবপুর গ্রামে বিদ্যুৎস্পর্শে মারুফা আক্তার (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। 

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, বজ্রপাতে নিহত হওয়া শিশুটি গড়াডোবা ইউনিয়নের ডুমদি গ্রামের আলী উসমান ও রীনা আক্তারের মেয়ে। দিনভর থেমে থেমে বৃষ্টি হওয়ায় বিকালে বৃষ্টি কিছুটা থেম গেলে সে মায়ের সাথে হাওরের মাঠ থেকে গরু আনতে যায়। কিন্তু ফেরার পথে পুনরায় বৃষ্টি শুরু হলে শিশুটি দৌড়ে মায়ের আগে চলে আসতে চাইলে বাড়ির নিকটেই বজ্রপাতে নিহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে। 

বিদ্যুৎস্পর্শে নারীর মৃত্যু নিয়ে ওসি মিজানুর রহমান জানান, সকালের দিকে একই উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের কুতুবপুর গ্রামের সোহেল মিয়ার স্ত্রী বাথরুমে যান। সেখানে বিদ্যুতের তার ছিঁড়ে ঘরের টিনের সাথে লেগে ছিল। ওখানেই বিদ্যুৎস্পর্শ হলে তাকে উদ্ধার করে বাড়ির পাশবর্তী কিশোরগঞ্জ জেলার নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে