মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

মাদারীপুর সদর উপজেলায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে হবিগঞ্জ সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রাকিব (২২)। তিনি সদর উপজেলার কালিকাপুর গ্রামের আবু কালামের ছেলে।

আহতরা হলেন- পাঁচখোলা এলাকার দবির বেপারীর ছেলে সোহান বেপারী, জীবন হাওলাদারের ছেলে নাঈম হাওলাদার, শহিদুল সরদারের ছেলে মো. শুভ এবং নিরঞ্জন বাড়ৈর ছেলে অজিত বাড়ৈ। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুটি মোটরসাইকেল নিয়ে নৌকা বাইচ দেখতে গিয়েছিল নিহত রাকিব এবং আহত নাইম। বাড়ি ফেরার পথে হবিগঞ্জ ব্রিজের উপর দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই মারা যায় রাকিব।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় পরবর্তীতে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে