মরুর ‘জাহাজ’ এখন চট্টগ্রামে, উট দেখতে হাটে উপচে পড়া ভিড়!

সোমবার, ০২ জুন, ২০২৫

ঈদুল আজহার কোরবানির হাটে নতুন চমক—চট্টগ্রামের কর্ণফুলীর ঐতিহ্যবাহী মইজ্জারটেক পশুরহাটে হাজির হয়েছে মরুভূমির ‘জাহাজ’ খ্যাত উট। প্রথমবারের মতো হাটে আনা হয়েছে বিশালাকৃতির তিনটি উট, যেগুলোর প্রতিটির দাম হাঁকা হয়েছে ৩০ থেকে ৩৫ লাখ টাকা।

সোমবার সকালে হাটে ঢুকেই একটু ভেতরে, বাম পাশে চোখে পড়ে উটগুলো। ওজন প্রায় ১৫ মণ এবং ১২ ফুট উচ্চতার এই উটগুলো ঘিরে শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ ভিড় জমিয়েছেন। কেউ আদর করে হাত বুলিয়ে দিচ্ছেন, কেউ বা উটের পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন, ভিডিও করছেন। কেউ কেউ কৌতূহলী হয়ে দামও জিজ্ঞেস করছেন।

বিক্রেতা রাসেল জানান, “আমি তিনটি উট এনেছি। দর্শনার্থীর ভিড়ে উপচে পড়ছে বাজার। একটির বিক্রিও হয়েছে। দাম নিয়ে কথাবার্তা চলছে। উটগুলোকে প্রচুর ছোলা, ডাল, ভুট্টা খাওয়াতে হয়।”

এই বিশালদেহী প্রাণীগুলোর উপস্থিতিতে হাট যেন মধ্যপ্রাচ্য কিংবা ভারতের রাজস্থানের কোনো পশুরহাটের রূপ নিয়েছে। অনেকে বলছেন, এ ধরনের উট সাধারণত বাংলাদেশের কোরবানির হাটে দেখা যায় না, তাই এটিই তাদের আগ্রহের মূল কারণ।

বাজার ঘুরে দেখা গেছে, মানুষ উটগুলোর পাশে দাঁড়িয়ে সেলফি তুলছেন, কেউ ভিডিও করছেন—সব মিলিয়ে হাটে এক ভিন্ন আমেজ। দর্শনার্থীরা বলছেন, “গরু তো হরহামেশাই দেখি, উটের সামনে দাঁড়িয়ে ছবি তোলার সুযোগ ক’জনের হয়!”

মইজ্জারটেক হাটের আয়োজকরা জানান, শৌখিন ক্রেতাদের কথা মাথায় রেখে এবারই প্রথম উট আনা হয়েছে। এ উদ্যোগে তারা ভীষণ খুশি, কারণ এটি হাটের প্রতি মানুষের আগ্রহ আরও বাড়িয়েছে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে