ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ, ট্রেনে পাথর নিক্ষেপ

 সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

কিশোরগঞ্জের ভৈরব উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছে ভৈরববাসী। এ সময় একটি ট্রেনে পাথর নিক্ষেপ করে আন্দোলনকারীরা। সোমবার ভৈরব বাজার রেলওয়ে জংশনে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে এই কর্মসূচি। 

নোয়াখালী থেকে ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি ভৈরব রেলওয়ে স্টেশনে আটকে দেয় আন্দোলনকারীরা। এ সময় ট্রেনের ইঞ্জিনে উঠে বিক্ষোভ করতে থাকে তারা। বেলা সাড়ে ১১টার দিকে এক পুলিশ সদস্য ট্রেনটির ইঞ্জিন থেকে আন্দোলনকারীদের নেমে যেতে বললে বিক্ষোভকারীরা উত্তেজিত হয়ে ওঠেন।

এক পর্যায়ে ট্রেনটিতে তারা পাথর নিক্ষেপ শুরু করে। এ সময় পুলিশও পিছু হটে যায়। পরে আন্দোলনে নেতৃত্ব দেওয়া কর্মীরা এগিয়ে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। বেলা ১২টার দিকে অবরোধ তুলে নিলে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

কর্মসূচি চলাকালে কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। একই দাবিতে আগামীকাল মঙ্গলবার ভৈরবে নৌপথ অবরোধ করার ঘোষণা দেওয়া হয়েছে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে