ভারতে সৌদি হজ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

সোমবার, ১৬ জুন, ২০২৫

ভারতের লখনৌ শহরের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে হজযাত্রী বহনকারী সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণের সময় যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে। শনিবার (১৪ জুন) রাত ১০টা ৪৫ মিনিটে জেদ্দা থেকে ছেড়ে আসা ফ্লাইট এসভি ৩১১২ রবিবার (১৫ জুন) সকাল ৬টা ৩০ মিনিটে লখনৌ বিমানবন্দরে পৌঁছায়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, অবতরণের কিছুক্ষণ পর বিমানের বাম পাশে থাকা চাকায় ধোঁয়া ও স্ফুলিঙ্গ (স্পার্ক) দেখা যায়। পাইলট তৎক্ষণাৎ কন্ট্রোল টাওয়ারকে বিষয়টি জানান এবং নিরাপত্তার স্বার্থে বিমান থামিয়ে দেন।

পরে বিমানটিকে ধীরে ধীরে ট্যাক্সিওয়েতে সরিয়ে আনা হয়। সব যাত্রী ও ক্রুকে নিরাপদে নামিয়ে দেওয়া হয়। বিমানবন্দরের জরুরি সাড়া দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফোম ও পানি ব্যবহার করে ২০ মিনিটের মধ্যে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

পরবর্তীতে জানা যায়, হাইড্রোলিক লিকের কারণে চাকার অ্যাসেম্বলি অতিরিক্ত গরম হয়ে এ ত্রুটির সৃষ্টি হয়। কর্তৃপক্ষ জানায়, উড্ডয়নের সময় যদি এই ত্রুটি দেখা দিত, তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

উল্লেখ্য, ফ্লাইটটি হজযাত্রী বহন করে লখনৌ আসে এবং যাত্রী ছাড়াই সৌদি আরবে ফেরার কথা ছিল।

এ ঘটনার মাত্র কয়েক দিন আগে, ১২ জুন লন্ডনগামী একটি এয়ার ইন্ডিয়া ফ্লাইট আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর মেঘানীনগরের একটি মেডিকেল কলেজ ভবনে বিধ্বস্ত হয়। সেই দুর্ঘটনায় ২৪২ আরোহীর মধ্যে ২৪১ জন এবং কলেজ ভবনের ২৯ জন প্রাণ হারান।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে