ভারতের উপহারের গম ফিরিয়ে দিয়েছিল তুরস্ক, দিল্লিকে বাঁচায় ইসরায়েল

বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫

২০২২ সালের মে মাসে আঙ্কারার উদ্দেশে ৫৫ হাজার টন উচ্চ গুণমান সম্পন্ন গম পাঠায় নয়াদিল্লি। সংশ্লিষ্ট রফতানিটির সঙ্গে জড়িয়েছিল বেসরকারি সংস্থা আইটিসি লিমিটেডের। কিন্তু, তাদের গমবোঝাই জাহাজ তুরস্কের জলসীমায় পৌঁছাতেই সেটি আটকে দেয় স্থানীয় প্রশাসন। শুধু তাই নয়, ভারতীয় গমে ‘রুবেলা’ নামের ভাইরাস রয়েছে বলে অভিযোগ তোলে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সরকার। এতে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রবল অস্বস্তির মুখে পড়ে নয়াদিল্লি।

তুরস্কের এই মনোভাবে সবচেয়ে বেশি সমস্যায় পড়ে আইটিসি। আঙ্কারার জলসীমা সংলগ্ন এলাকায় গমভর্তি জাহাজ দাঁড়িয়ে থাকায় তাদের লোকসানের অঙ্ক প্রতি দিনই বাড়ছিল। ঠিক এই সময় পাশে দাঁড়ায় নয়াদিল্লির ‘বন্ধু’ হিসাবে পরিচিত ইসরায়েলের। গুণগত মান নিয়ে কোনও প্রশ্ন না তুলে সমস্ত গম কিনে নেয় তেল আবিব। ফলে হাঁপ ছেড়ে বাঁচেন আইটিসি কর্তৃপক্ষ।

পরবর্তী সময়ে গোটা বিষয়টি নিয়ে গণমাধ্যমের কাছে মুখ খোলেন ভারতীয় বাণিজ্য সংস্থাটির কৃষি বিভাগের প্রধান নির্বাহী অফিসার বা সিইও রজনীকান্ত রাই। তার কথায়, ইটিজি কমোডিটিস নামের একটি ডাচ ফার্মের কাছে ৫৫ হাজার মেট্রিক টন গম বিক্রি করা হয়েছিল। তুরস্কের একাধিক সংস্থায় ওই গম পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল তাদের কাঁধে। কিন্তু, ফসলের গুণগত মান নিয়ে আঙ্কারা প্রশ্ন তোলায় শেষ মুহূর্তে তা আটকে যায়। এর পর পরীক্ষার জন্য ওই গম একটি সুইস গবেষণাগারে পাঠানো হয়েছিল।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে