ভারতের আহমেদাবাদে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা

বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

ভারতের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ২৪২ জন যাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্তের ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। আজ বৃহস্পতিবার গুজরাটের মেঘানিনগরে এই বিমান দুর্ঘটনা ঘটে। 

ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ওই বিমানে বহু যাত্রী ছিলেন। লোকালয়ে ভেঙে পড়ায় বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ভেঙে পড়ার পরেই বিমানটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে গেছে ভারতীয় দমকলের অন্তত সাতটি ইউনিট। আহতদের উদ্ধার করে স্থানীয় সিভিল হাসপাতালে নেওয়া হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই ও এএনআই গুজরাট পুলিশকে উদ্ধৃত করে জানিয়েছে, বিমানটিতে ২৪২ জন ছিলেন।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে