‘ব্যবসায়িক দ্বন্দ্বে’ চীনে ২ জাপানি নাগরিক খুন

 মঙ্গলবার, ০৩ জুন, ২০২৫

চীনের উত্তর-পূর্বাঞ্চলের লিয়াওনিং প্রদেশের প্রধান বন্দরনগরী ডালিয়ানে দুই জাপানি নাগরিক খুন হয়েছেন। ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় চীনা পুলিশ এক সন্দেহভাজনকে আটক করেছে।

জাপানের কিয়োডো নিউজ জানায়, মঙ্গলবার (৩ জুন) চীনে নিযুক্ত জাপানি দূতাবাস এই ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।

চীনা পুলিশ ২৫ মে শেনইয়াং শহরের জাপানি কনস্যুলেটকে হত্যাকাণ্ডের বিষয়টি অবহিত করে। পুলিশ জানিয়েছে, নিহতদের সঙ্গে অভিযুক্ত ব্যক্তির পূর্বপরিচয় ছিল এবং ব্যবসায়িক বিরোধ থেকেই এই ঘটনা ঘটে।

জাপানের গণমাধ্যম নিপ্পন ডটকম জানায়, আটককৃত ব্যক্তি চীনা নাগরিক বলে ধারণা করা হচ্ছে। তবে এই হত্যাকাণ্ডের পেছনে আদর্শিক কোনো কারণ নেই বলে প্রাথমিকভাবে মনে করছে কর্তৃপক্ষ। 

ডালিয়ান পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির বয়স ৪২ বছর এবং তিনি দীর্ঘদিন জাপানে বসবাস করতেন। নিহত দু’জনই তার ব্যবসায়িক অংশীদার ছিলেন।

তবে এখনো নিহতদের নাম, পরিচয় বা বয়সের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে