বিশ্বকাপে জায়গা করে গাড়ি উপহার পেলেন ফুটবলাররা

বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় উজবেকিস্তানের ফুটবলাররা দেশটির প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভের কাছ থেকে নতুন গাড়ি উপহার হিসেবে পেয়েছেন। গত ১০ জুন রাতে কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচ শেষে আনুষ্ঠানিকভাবে প্রত্যেক খেলোয়াড়ের হাতে এই উপহার তুলে দেওয়া হয়।

ঐতিহাসিক এই মুহূর্তটি এসেছিল গত ৫ জুন আবুধাবিতে। সেদিন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ড্র করে উজবেকিস্তান প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের চূড়ান্ত পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করে ইতিহাস সৃষ্টি করে। তাদের এই অসাধারণ অর্জনকে স্বীকৃতি দিতে তাৎক্ষণিকভাবে দেশটির প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভ ঘোষণা করেছিলেন যে, প্রত্যেক খেলোয়াড়কে নতুন গাড়ি উপহার দেওয়া হবে।

বিশ্বকাপে জায়গা নিশ্চিতের আনন্দ উদযাপন এবং খেলোয়াড়দের প্রতিশ্রুত উপহার প্রদানের জন্য ঘরের মাঠে কাতারের বিপক্ষে ম্যাচটিকেই বেছে নেওয়া হয়। মঙ্গলবার (১০ জুন) রাতে বিশ্বকাপ বাছাইপর্বের সেই শেষ ম্যাচে কাতারকে ৩-০ গোলে হারিয়ে উজবেকিস্তানের ফুটবলাররা তাদের আনন্দকে আরও বাড়িয়ে তোলেন।

উপহার হিসেবে প্রদান করা গাড়িগুলো সেদিন মাঠে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছিল। বিশ্বকাপ টিকিট নিশ্চিত করার পরপরই প্রেসিডেন্ট শাভকাত ঘোষণা করেছিলেন যে, চীনের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডির নির্মিত চ্যাম্পিয়ন কার খেলোয়াড়দের উপহার দেওয়া হবে। মঙ্গলবার (১০ জুন) তাঁর প্রতিশ্রুত সেই গাড়িগুলো খেলোয়াড়দের বুঝিয়ে দেওয়া হয়।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে