‘বিশেষ’ লিগ কাপ জয়ের অপেক্ষায় লিভারপুল

লিভারপুলে নিজের শেষ মৌসুম পার করছেন ইয়ুর্গেন ক্লপ। কদিন আগেই জার্মান এই কোচ জানিয়ে দিয়েছেন, মৌসুম শেষে অ্যানফিল্ডের ক্লাবটিতে তিনি আর থাকছেন না। লিভারপুলের হয়ে এর মধ্যে সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন ক্লপ। তবে শেষ মৌসুমটাও ট্রফিতে রাঙানোর সুযোগ আছে তাঁর।

লিভারপুলের সুযোগ আছে এ মৌসুমে সম্ভাব্য চার শিরোপার (প্রিমিয়ার লিগ, ইউরোপা লিগ, লিগ কাপ ও এফএ কাপ) সবগুলো জেতার। যার প্রথমটি ক্লপ হাতে তুলতে পারেন আগামীকাল রাতেই। লিগ কাপ ফাইনালে চেলসিকে হারালে নিশ্চিত হবে এই মৌসুমে লিভারপুলের প্রথম শিরোপা জয়। চলতি মৌসুমে ক্লপকে বিদায়ী উপহার দিতেই শিরোপাগুলো জিততে চান লিভারপুলের খেলোয়াড়েরা। যে কারণে এবারের লিগ কাপও তাঁদের জন্য ‘বিশেষ’ কিছু বলে জানিয়েছেন লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক

ওয়েম্বলিতে চেলসির বিপক্ষে ম্যাচ সামনে রেখে ফন ডাইক বলেছেন, ‘আমরা চাই দিনটাকে বিশেষ করে রাখতে এবং মৌসুমের প্রথম শিরোপা জিততে। মৌসুম শেষে কোচসহ বেশ কজন মানুষের জন্য আমরা আবেগপ্রবণ হব। যদিও এখনো আমরা সেখানে পৌঁছাইনি।’

ক্লপের সহকারী পেপ লিন্ডার্সের কণ্ঠেও শোনা গেল একই সুর। ক্লপের জন্য দিনটা স্মরণীয় করে রাখতে তিনি বলেছেন, ‘আমরা জেতার জন্য ঝাঁপিয়ে পড়ব। এটা বিশেষ ম্যাচ। বিশেষ ম্যাচে বিশেষ পারফরম্যান্স প্রয়োজন, আমরা সেটা নিয়েই মনোযোগী।’

মৌসুম শেষে লিভারপুল ছাড়বেন ইয়ুর্গেন ক্লপ

মৌসুম শেষে লিভারপুল ছাড়বেন ইয়ুর্গেন ক্লপ

ক্লপের বিদায় ঘোষণার পর অনেকের ধারণা ছিল, দলটি হয়তো মনোযোগ হারাবে। যদিও এখন পর্যন্ত তেমন কিছু দেখা যায়নি। ২৫ ম্যাচ শেষে প্রিমিয়ার লিগে শীর্ষস্থান ধরে রেখেছে তারা। সব মিলিয়ে শেষ ৬ ম্যাচের ৫টিতেই জিতেছে লিভারপুল। এ ম্যাচগুলোয় গোলও করেছে ২১টি।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে