বিয়ে করতে যাওয়ার পথে বরকে ধরে নিয়ে গেল ইসরায়েলি সেনারা

শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার রান্টিসে এবার বিয়ে করতে কনের বাড়িতে যাওয়ার পথে বাবাসহ এক বরকে ধরে নিয়ে গেছে দখলদার ইসরায়েলি সেনারা। শুক্রবার আওন সাফি নামের পাত্র ও তার বাবা মাজেন সাফি একটি গাড়িতে করে রামাল্লার রেন্টিস শহরে যাচ্ছিলেন। 

রেন্টিস শহরের প্রবেশদ্বারে আসলে ইসরায়েলি সেনারা গাড়িটি আটকায় এবং তাদের প্রথমে আটক ও পরে গ্রেফতার করে নিয়ে যায়। এসময় দখলদার সেনারা গাড়ির চাবিও নিয়ে যায়। ঘটনাটি ঘটে যখন পরিবারটি বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে যাচ্ছিল।  বার্তা সংস্থা ওয়াফার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।
 
এই ধরনের ঘটনা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জীবনে ইসরায়েলি বাহিনীর হস্তক্ষেপের আরও একটি উদাহরণ। গ্রেফতার বর ও তার বাবাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে বা কেন আটক করা হয়েছে সে বিষয়ে কিছুই জানায়নি ইসরায়েলি বাহিনী।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে