বিপিএলসেরা সাকিব, ছক্কায় হৃদয়– ভবিষ্যদ্বাণী ড্যারেন স্যামির

BPL

এবারের বিপিএলের সেরা ক্রিকেটার কে হতে পারেন—এ প্রশ্নে সবার আগে নাম আসে সাকিব আল হাসানের। বিপিএলে ব্যাট হাতে ১৬৮ স্ট্রাইক রেটে ২৪৯ রানের সঙ্গে বল হাতে সাকিব নিয়েছেন ১৭ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন স্যামির মতেও এবারের বিপিএল–সেরা হবেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ক্রিকেটার বিপিএল নিয়ে আরও কয়েকটি ভবিষ্যদ্বাণী করেছেন।

টুর্নামেন্ট–সেরা হওয়া সাকিবের জন্য যদিও নতুন কিছু নয়। বিপিএলের আগের ৯ আসরের ৪টিতেই হয়েছেন টুর্নামেন্ট-সেরা। তবে এবারের আসরটি সাকিবের জন্য কিছুটা বিশেষ। চোখের সমস্যার কারণে বিপিএলে প্রথম পাঁচ ম্যাচে সাকিবের মোট রান ছিল মাত্র ৪।

এই পাঁচ ম্যাচের মধ্যে দুই ম্যাচে ব্যাটিংয়েই নামেননি, একটি ম্যাচে তো ৮ উইকেট যাওয়ার পরও না। এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে সাকিব এবার টুর্নামেন্ট–সেরার আলোচনায়। স্যামি এক ভিডিও বার্তায় বলেছেন, ‘একজন অলরাউন্ডার হিসেবে আমি সাকিব আল হাসানকেই বেছে নেব। ব্যাট হাতে রান করেছে, বল হাতে উইকেট নিয়েছে। সে–ই আমার বিপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার। তবে তাওহিদকেও (হৃদয়) আলোচনার বাইরে রাখা যাচ্ছে না। ও একজন প্রতিদ্বন্দ্বী।’

বিপিএল নিয়ে আরও কয়েকটি ভবিষ্যদ্বাণী করেছেন স্যামি। তাঁর মতে, টুর্নামেন্টের সর্বোচ্চ ছক্কার মালিক হবেন তাওহিদ হৃদয়। হৃদয়ের ছক্কা এখন ২০টি, তাঁর সমান ২০টি ছক্কা আছে চট্টগ্রাম ওপেনার তানজিদ হাসানের। তবে স্যামির পছন্দ হৃদয়কেই।

সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় ১৭ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি সাকিব। মেহেদী হাসানের উইকেট ১৫টি। শীর্ষে থাকা শরীফুল ইসলামের উইকেট ২০টি। যেহেতু শরীফুলের দল ঢাকা টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে, তাই সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে স্যামির ভোট সাকিবের পক্ষে।

চোট থেকে ফিরে ভালো পারফর্ম করছেন সাইফউদ্দিনপ্রথম আলো

হৃদয় ও মোহাম্মদ সাইফউদ্দিনকে টুর্নামেন্টের সবচেয়ে প্রমিজিং খেলোয়াড় মনে হয়েছে স্যামির, ‘কুমিল্লা ভিক্টোরিয়ানসের তাওহিদ সর্বোচ্চ ছক্কার পুরস্কার জিতবেন। শরীফুল সর্বোচ্চ উইকেটশিকারি, তবে তাঁর দল বাদ পড়েছে। আমার বাজি সাকিবের পক্ষে।’

স্যামির মতে বিপিএল চ্যাম্পিয়ন হবে কোন দল? ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের এই কোচের মতে, এবারের বিপিএল চ্যাম্পিয়ন হবে কুমিল্লা। স্যামি বলেছেন, ‘আমার মনে হয়, চ্যাম্পিয়ন হবে কুমিল্লা ভিক্টোরিয়ানস। তারা এ মুহূর্তে দুর্দান্ত খেলছে।’

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে