বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তানিন সুবহা

 বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন চিত্রনায়িকা তানিন সুবহা। এরপর তার মরদেহ গ্রামের বাড়ি মাদারীপুরে নেওয়া হয়। সেখানে জানাজা শেষে সেখানকার পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে।

বুধবার বাদ মাগরিব তানিন সুবহার প্রথম নামাজে জানাজা মাদারীপুরের কয়ারিয়া ঈদগাহ মাঠে এবং দ্বিতীয় জানাজা মোল্লার হাট বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
পরে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

এর আগে, গত ২ জুন থেকে ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তানিন সুবহা। তবে, এই কয়েকদিনে তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। বরং অবনতি হয়।

চিকিৎসকরা জানিয়েছিলেন, তার ব্রেইন কাজ করছে না। সেজন্য তাকে ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করা হচ্ছে।

এদিকে, অভিনেত্রী তানিনের স্বামী হাসপাতালে অবস্থান না করায় সেই সময় তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়নি। পরে গত মঙ্গলবার তার স্বামীর সিদ্ধান্তের ভিত্তিতে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়।

আজাদ কালামের পরিচালনায় ‘যমজ’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয়ে মাধ্যমে মিডিয়াতে অভিষেক হয় তানিন সুবহার। এরপর তিনি মীর সাব্বিরের ‘আলাল দুলাল’, সেলিম রেজার ‘শেয়ানা জামাই’, নাহিদ হাসানের ‘ম্যারেজ মিডিয়া ডটকম’, মুশফিকুর রহমান গুলজারের ‘আরতির পতাকা’সহ আরও বেশ কিছু খণ্ড নাটকে অভিনয় করেছেন তিনি। 

নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তানিন সুবহা। ‘মাটির পরী’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি একটি পার্লারও চালাতেন এই অভিনেত্রী।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে