বাংলাদেশের হয়ে খেলতে ঢাকায় পা রাখলেন শামিত শোম

বুধবার, ০৪ জুন, ২০২৫

এশিয়ান কাপ বাছাইয়ে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের হয়ে খেলতে ঢাকায় পা রাখলেন প্রবাসী ফুটবলার শামিত সোম। 

বুধবার ভোর ৫টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

এর আগে দুই প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম ও হামজা চৌধুরী জাতীয় দলের অনুশীলনে যোগ দিয়েছিলেন। অবশেষে শামিতও জাতীয় দলের সঙ্গে যোগ দিতে দেশের মাটিতে পা রাখলেন।

বিমানবন্দরে পা রেখে শামিত সোম জানান, ‘আমি দারুণ রোমাঞ্চিত। সতীর্থদের সঙ্গে সাক্ষাৎ করতে উন্মুখ হয়ে আছি। আমরা কীভাবে খেলতে চাই, কোন ভূমিকায় খেলব এসব নিয়ে কোচের সঙ্গে কথা হয়েছে। এই মুহূর্তে আমি দলের সবার সঙ্গে দেখা করতে, টিমের সঙ্গে থাকতে মুখিয়ে আছি। আমি জানি আমাদের দলটা ভালো, আশা করি ভালো কিছুই হবে।’

এদিকে, বুধবার সন্ধ্যা ৭টায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে তৃতীয় রাউন্ডের ম্যাচের প্রস্তুতি হিসেবে এই ম্যাচ খেলছে লাল-সবুজ জার্সিধারীরা।

হামজা ও ফাহামিদুল খেললেও ভুটানের বিপক্ষে খেলবেন না শামিত। বেঞ্চে বসে ম্যাচ দেখবেন। এরপর সিঙ্গাপুরের ম্যাচের অনুশীলন শুরু হলে তাতে যোগ দেবেন কানাডা প্রবাসী এই ফুটবলার।

বাংলাদেশ দলের প্রথম ফুটবলার হলেন শামিত, যিনি অন্য দেশের জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন। কানাডা জাতীয় দলের জার্সিতে ৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই মিডফিল্ডার এখন শুধুই বাংলাদেশের।

হামজা, শামিত ও ফাহামিদুলসহ ৬ প্রবাসী ফুটবলার আছেন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের প্রাথমিক দলে। অন্য ৩ জন হচ্ছেন ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া, ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী ও কানাডা প্রবাসী সৈয়দ কাজেম কিরমানী।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে