শ্রীলঙ্কা সিরিজের জন্য গত মাসে ঘোষিত বাংলাদেশের টি–টোয়েন্টি দলে ছিলেন না জাকের আলী। এই উইকেটকিপার–ব্যাটসম্যান সুযোগ না পাওয়ায় নির্বাচকদের বিবেচনাবোধ নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিপিএলে জাকেরের দল কুমিল্লা ভিক্টোরিয়ানসের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সেই জাকের অবশেষে সুযোগ পেলেন শ্রীলঙ্কা সিরিজের বাংলাদেশ টি–টোয়েন্টি দলে। চোটে ছিটকে পড়া আলিস আল ইসলামের বদলি হিসেবে আজ জাকেরকে দলে ডেকেছেন নির্বাচকেরা।
নির্বাচকেরা বলতে গাজী আশরাফ হোসেনের নেতৃত্বাধীন নতুন নির্বাচক কমিটি। শ্রীলঙ্কার বিপক্ষে টি–টোয়েন্টি দল নির্বাচনের কাজটা করেছিল মিনহাজুল আবেদীনের নেতৃত্বাধীন বিসিবির সাবেক নির্বাচক কমিটি। সেই কমিটির আবদুর রাজ্জাক আছেন নতুন কমিটিতেও। তৃতীয় নির্বাচক হান্নান সরকার। ১ মার্চ মানে গতকাল কাজ শুরু করেছে নতুন নির্বাচক কমিটি। তাদের নেওয়া প্রথম সিদ্ধান্ত আলিসের বদলে জাকেরকে নেওয়া।
আমাদের মনে হয়েছে, আলিসের জায়গায় আরেকজন স্পিনার নেওয়ার বদলে জাকের আলীর মতো কাউকে নিলে দলের ভারসাম্য আরও ভালো হবে। মিডল অর্ডার বা লোয়ার–মিডল অর্ডারকে শক্তিশালী করার সঙ্গে যে ফিনিশার হিসেবেও কার্যকর হবে।’
আলিস আল ইসলাম স্পিনার, রহস্য–স্পিনার হিসেবেই যাঁর পরিচিতি। স্পিনারের বদলে একজন ব্যাটসম্যানকে কেন নেওয়া হলো, সেই ব্যাখ্যাও দিয়েছেন নতুন প্রধান নির্বাচক। বিসিবির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে যাঁকে উদ্ধৃত করা হয়েছে এভাবে—‘আলিস ছাড়াও টি–টোয়েন্টি স্কোয়াডে আরও তিনজন স্পিনার আছেন—রিশাদ, তাইজুল ও শেখ মেহেদী। আমাদের মনে হয়েছে, আলিসের জায়গায় আরেকজন স্পিনার নেওয়ার বদলে জাকের আলীর মতো কাউকে নিলে দলের ভারসাম্য আরও ভালো হবে। মিডল অর্ডার বা লোয়ার–মিডল অর্ডারকে শক্তিশালী করার সঙ্গে যে ফিনিশার হিসেবেও কার্যকর হবে।’
এবারের বিপিএলে ১০ ইনিংসে ১৯৯ রান করেছেন জাকেরপ্রথম আলো
এবারের বিপিএলে এই ফিনিশারের ভূমিকাতে ভালো করেই আরও বেশি আলোচনায় এসেছেন জাকের আলী। ফাইনালে ২৩ বলে ২০ রান হয়তো সে কথা বলছে না। তবে এর আগে বেশ কয়েকটি ম্যাচেই ভালো স্ট্রাইক রেটে রান করেছেন। ফাইনালসহ ১৪ ম্যাচের ১০ ইনিংসে ব্যাটিং করে ৯১.৫০ গড়ে করেছেন ১৯৯ রান। সর্বোচ্চ মাত্র ৪০। তবে যেখানে ব্যাটিং করেছেন, সেখানে রান সংখ্যার চেয়ে স্ট্রাইক রেটটাই বেশি গুরুত্বপূর্ণ। সেটি ১৪১ ছাড়ানো। ছক্কা মেরেছেন ১৪টি।
লাদেশের টি–টোয়েন্টি দল ঘোষণার পর জাকের আলীকে না নেওয়ায় ক্ষুব্ধ কুমিল্লা ভিক্টোরিয়ানসের কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেছিলেন, হয়তো জাকের ‘একটু কালো’ বলেই নির্বাচকদের ওকে চোখে পড়ে না।
চোটের কারণে ছিটকে গেছেন আলিস
জাকের প্রথম জাতীয় দলে ডাক পান গত বছরের মার্চে। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে ম্যাচ খেলার সুযোগ পাননি। সেই জাকেরের আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে অভিষেক গত অক্টোবরে এশিয়ান গেমসে। চীনের হাংঝুতে খেলেছিলেন ৩টি ম্যাচ।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টি–টোয়েন্টি সিরিজ শুরু হবে সিলেটে ৪ মার্চ থেকে। ৬ ও ৯ মার্চ টি–টোয়েন্টি সিরিজের পরের দুটি ম্যাচও হবে একই ভেন্যুতে।
শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশের টি-টোয়েন্টি দল
নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, মোহাম্মদ নাঈম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান ও জাকের আলী।