মঙ্গলবার, ০৩ জুন, ২০২৫
বগুড়ার জামায়াত নেতা অধ্যক্ষ মাওলানা তায়েব আলীর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ৯টায় কাহালু উপজেলার মালঞ্চা হাইস্কুল মাঠে নামাজে জানাজা পূর্ব বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
বক্তব্যে তিনি বলেন, মাওলানা তায়েব আলী ছিলেন একজন ত্যাগী রাজনীতিক, আলেমে দ্বীন এবং ইসলামী আন্দোলনের অবিচল সৈনিক। তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। সারাজীবন কুরআনের আইন সমাজে প্রতিষ্ঠায় কাজ করে গেছেন।
এ সময় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী, জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জামায়াতের অঞ্চল সদস্য অধ্যাপক আব্দুর রহীম, শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, মাওলানা শাহীনুর আলম, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুল হাকিম, মরহুমের সন্তান দাউদ হোসেন, জামাতা মতিউর রহমান প্রমুখ।
মরহুম তায়েব আলী বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন। তিনি কাহালু উপজেলার তিনবারের নির্বাচিত জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান ছিলেন। এছাড়াও তিনি বগুড়া পশ্চিম জেলা জামায়াতের সাবেক আমীর হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন।
তার নামাজে জানাজায় স্থানীয় জনসাধারণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-উলামা ও মরহুমের শুভানুধ্যায়ীসহ বহু মানুষ অংশগ্রহণ করেন। মরহুমের দাফন সম্পন্ন হয় তার গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে।