৬১৮
পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে এক সিরিজে ৬০০ রানের মাইলফলক ছুঁয়েছেন যশস্বী জয়সোয়াল। আগের দুই টেস্টে ডাবল সেঞ্চুরি করা জয়সোয়াল এই টেস্টে ইনিংস অনেক বড় করতে পারেননি। শোয়েব বশিরের বলে বোল্ড হয়েছেন ৭৩ রান করে।
সিরিজে বর্তমানে তাঁর রান ৬১৮, খেলেছেন এখন পর্যন্ত ৭ ইনিংস। ২২ বছর বয়সী জয়সোয়ালের আগে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে এক সিরিজে ৬০০ করেছেন সুনীল গাভাস্কার, রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি ও দিলীপ সারদেশাই। এর মধ্যে গাভাস্কার, দ্রাবিড়, কোহলি ক্যারিয়ারে দুবার করে এমন কীর্তি গড়েছেন।
৩৮
আর মাত্র ৩৮ রান করলেই ইংল্যান্ডের বিপক্ষে এক সিরিজে ভারতের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়বেন জয়সোয়াল। ২০১৬ সালে ৬৫৫ রান করে যে রেকর্ডের বর্তমান মালিক বিরাট কোহলি।
আরও পড়ুন
২৩
ফেব্রুয়ারি না যেতেই এক পঞ্জিকাবর্ষে টেস্টে ভারতের হয়ে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড গড়েছেন জয়সোয়াল। ছাড়িয়ে গেছেন ২০০৮ সালে ২২ ছক্কা মারা বীরেন্দর শেবাগকে। আজ তিনি ছাড়িয়ে গেছেন অ্যাডাম গিলক্রিস্টকেও। ২০০৫ সালে অস্ট্রেলিয়ার উইকেটকিপার–ব্যাটসম্যান ছক্কা মেরেছিলেন ২২টি।
সব মিলিয়ে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ছক্কার রেকর্ড নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালামের। ইংল্যান্ডের টেস্ট দলের বর্তমান কোচ ২০১৪ সালে ৩৩টি ছক্কা মেরেছিলেন। সিরিজে এখনো তিন ইনিংস ব্যাটিং করার কথা জয়সোয়ালের। কে জানে, ম্যাককালামের এই রেকর্ড চলতি সিরিজেই জয়সোয়াল ভেঙে দেন কি না! আবারও মনে করিয়ে দিতে হচ্ছে, এখন মাত্র ফেব্রুয়ারি!
প্রথম সেশন শেষ হওয়ার আগের ওভারে বোলিংয়ে এসেছিলেন। এরপর শোয়েব বশির টানা বল করে গেছেন দিনের খেলা শেষ হওয়ার ৩ ওভার আগপর্যন্ত। টানা ৩১ ওভার বোলিং করেছেন এই স্পিনার। ৩১ ওভারে ৮৩ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। এটা কিন্তু টানা বোলিংয়ের রেকর্ড নয়! ১৯৯০ সালে ওভালে নরেন্দ্র হিরওয়ানি ইংল্যান্ডের বিপক্ষে টানা ৫৯ ওভার বোলিং করেছিলেন।
৪৬ ও ৪১
চলতি সিরিজে এখন পর্যন্ত ইংল্যান্ডের স্পিনাররা উইকেট নিয়েছেন ৪৬টি। যেখানে ভারতের স্পিনাররা নিয়েছেন ৪১ উইকেট। যদিও গড়ে ১ উইকেট নিতে ইংল্যান্ডের স্পিনাররাই বেশি রান খরচ করেছেন—৩৯। আর ভারতের স্পিনারদের গড় ৩১। তাঁদের পার্থক্যটা ৮ রানের। ২০১৩ থেকে ২০২৩—এই সময়ে ভারতের স্পিনারদের সঙ্গে সফরকারী দলের স্পিনারদের পার্থক্য ছিল ১৯।
৬
রাঁচি টেস্টে প্রথম ইনিংসে ইংল্যান্ড ব্যাটিং করেছে ১০৪.৫ ওভার। বাজবল–যুগে এ নিয়ে মাত্র ৬ বার ১০০–এর বেশি ওভার খেলতে পেরেছে ইংল্যান্ড।
৫৮
গত তিন বছরে এটি ওলি রবিনসনের প্রথম পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস। ইনিংসের হিসাবে ৩১ ইনিংস পর। প্রথম শ্রেণির ক্রিকেটে নবম পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস। পেসার রবিনসনের ব্যাটিং রেকর্ড দেওয়ার কারণ? প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ম্যাচেই ২০১৫ সালে সাসেক্সের হয়ে সেঞ্চুরি করেছিলেন রবিনসন। অর্থাৎ ব্যাটিংটা ভালোই জানতেন তিনি।
১০২
ওলি রবিনসন ও জো রুটের অষ্টম উইকেট জুটির রান এটি। ২০১৭ সালের পর অষ্টম উইকেট জুটিতে টেস্টে ইংল্যান্ডের প্রথম শতরানের জুটি এটাই।