ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম, ইসরায়েলের উপর কঠোর নিষেধাজ্ঞা

 মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে বেলজিয়াম। চলতি মাসের শেষের দিকে নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের সাধারণ পরিষদে এ স্বীকৃতি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভোট। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

একইদিন সকালে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক বার্তায় প্রিভোট লেখেন, জাতিসংঘের অধিবেশনে বেলজিয়াম ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। পাশাপাশি, ইসরায়েলের বিরুদ্ধে ১২টি কঠোর নিষেধাজ্ঞাও আরোপ করা হবে।

এসব নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে অবৈধ বসতি থেকে পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা, এবং ইসরায়েলি কোম্পানিগুলোর সঙ্গে বেলজিয়ামের পাবলিক ক্রয় চুক্তি পর্যালোচনা করা। তিনি আরও জানান, ফিলিস্তিন, বিশেষ করে গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে- বেলজিয়ামের এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে, চলতি বছরের জুলাইয়ের শেষ দিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও ঘোষণা দেন যে, ৯ থেকে ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদে ফ্রান্স ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।

ফ্রান্স ও বেলজিয়ামের এই ঘোষণার পর আরও কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানায়। তবে কিছু দেশ বলেছে, তারা নির্দিষ্ট কিছু শর্তের ভিত্তিতে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত, বিশ্বজুড়ে প্রায় ১৪৭টি দেশ, যা জাতিসংঘের প্রায় ৭৫ শতাংশ সদস্য রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করে, ইতোমধ্যেই ফিলিস্তিনকে একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। গাজায় চলমান সংঘাতে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৬৩,৪৫৯ জন নিহত এবং ১,৬০,২৫৬ জন আহত হওয়ার প্রেক্ষাপটেই বেলজিয়াম এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করল। 

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে