পেহেলগামের রেশ কাটিয়ে কাশ্মীরে কবে ফিরছে শুটিং?

 সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

পেহেলগামে হামলার পর কাশ্মীরে শুটিং কার্যক্রম একপ্রকার বন্ধ হয়ে গিয়েছিল। সেই ভয়াবহ ঘটনার রেশ এখনও কাটেনি পুরোপুরি, তবে ধীরে ধীরে ছন্দে ফিরছে ভূস্বর্গ কাশ্মীর। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় ফের শুরু হতে পারে চলচ্চিত্র শুটিং।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড অভিনেতা সুনীল শেট্টি জানিয়েছেন, আগামী ২০২৬ সালের গ্রীষ্মের মধ্যেই কাশ্মীরে শুটিং শুরু হবে। তাঁর সঙ্গে রয়েছেন নির্মাতা বিক্রম রাজদান, শাব্বির বক্সওয়ালা ও বিনয় গান্ধী।

একটি সীমান্ত সেনা অনুষ্ঠানে অংশ নিয়ে সুনীল বলেন,’আবারও আমাদের জম্মু ও কাশ্মীর তার হারানো মহিমা ফিরে পাবে। ভবিষ্যতেও শুটিং চলবে। কাশ্মীরের সৌন্দর্য সিনেমার জন্য অপরিসীম।’

‘বর্ডার’ ছবিতে সেনা চরিত্রে অভিনয়ের জন্য এখনও দর্শকের হৃদয়ে বিশেষ জায়গা করে আছেন সুনীল শেট্টি। সেই প্রসঙ্গ টানতে গিয়ে তিনি বলেন,’আমাদের বিএসএফ সদস্যরা দেশের সবচেয়ে কঠিন এলাকায় কাজ করেন। তাঁদের প্রতি সম্মান জানানো আমার কর্তব্য। ‘বর্ডার’-এর প্রশংসা এখনও পাই, যা আমার জীবনের সেরা প্রাপ্তি।’

উল্লেখ্য, সুনীল শেট্টিকে সর্বশেষ দেখা গেছে ‘হান্টার ২’ সিনেমায়। তাঁর ছেলে অহান শেট্টিও চলচ্চিত্র জগতে পা রেখেছেন। আসন্ন ‘বর্ডার ২’ সিনেমায় দেখা যাবে অহানকে, যেখানে আরও অভিনয় করবেন সানি দেওল, বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ ও মোনা সিং।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে