পাকিস্তানে তালেবানের হামলায় ১২ সেনা নিহত

 শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

পাকিস্তানের উত্তর-পশ্চিম অঞ্চলে পাকিস্তানি তালেবানদের এক অতর্কিত হামলায় কমপক্ষে ১২ সেনা নিহত হয়েছে বলে জানা গেছে। দেশটির স্থানীয় সরকারি ও নিরাপত্তা কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপি’কে এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় এক সরকারি কর্মকর্তা বলেন, ‘স্থানীয় সময় শনিবার সকাল ৪টার দিকে উচ্চ দক্ষিণ ওয়াজিরিস্তানের ফকির সরাইয়ের মধ্য দিয়ে একটি সামরিক কনভয় যাচ্ছিল, এমন সময় সশস্ত্র তালেবানরা উভয় পক্ষ থেকে ভারী অস্ত্র দিয়ে গুলি চালায়। এতে ১২ জন নিরাপত্তা কর্মী নিহত হন।’

ওই এলাকায় মোতায়েন থাকা একজন নিরাপত্তা কর্মকর্তা নিহতের সংখ্যার সত্যতা নিশ্চিত করে বলেছেন, হামলাকারীরা কনভয়ের অস্ত্র ছিনিয়ে নিয়েছে। পাকিস্তানি তালেবান তেহরিক-ই-তালেবান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে। -বাসস

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে