পরমাণু অস্ত্র নিয়ে কী ভাবছে ইরান, জানালেন পেজেশকিয়ান

 মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

ইরানের পরমাণু অস্ত্র তৈরির কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

ইরানের সংসদে তিনি বলেন, শত্রুরা আমাদের ও আমাদের জাতির ওপর নির্যাতন, হত্যা ও খুন করে দৃশ্যপট থেকে সরাতে পারবে না। কারণ প্রত্যেক বীরের পতাকা পড়ে গেলে আরও শত শত বীর আছে যারা পতাকা তুলে নিয়ে শত্রুদের নির্যাতন, অবিচার এবং বিশ্বাসঘাতকতার জবাব দেবে। 

তিনি বলেন, ইরানিরা আগ্রাসী নয় এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। 

ইরানের প্রেসিডেন্ট বলেন, আমরা পারমাণবিক অস্ত্রের অনুসন্ধান করছি না। যদিও পশ্চিমারা বলে থাকে যে, ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। আসলে আমাদেরও পারমাণবিক অস্ত্র তৈরির কোনো আগ্রহ নেই।

মাসুদ পেজেশকিয়ান প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, জ্বালানির উদ্দেশ্যে তার দেশ ইউরেনিয়াম সমৃদ্ধ করে যাবে। কারণ ইরানের পারমাণবিক জ্বালানি অধিকারের সুযোগ রয়েছে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে