নড়াইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

 বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বেতভিটা গ্রামে পুকুরের পানিতে ডুবে আফিয়া খানম (১১) ও জিম (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার দুপুরের দিকে বাড়ির পাশের পুকুরের পানিতে ওই দুই শিশু ডুবে যায়। বেলা ৫টার দিকে পানিতে ভেসে ওঠার পর স্বজনরা তাদের উদ্ধার করেন। 

আফিয়া বেতভিটা গ্রামের শহীদুল ফকিরের মেয়ে এবং অপর শিশু জিম একই গ্রামের আলামিন ফকিরের মেয়ে।

মৃতদের স্বজন সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের দিকে ওই দুই শিশু পরিবারের সদস্যদের অজ্ঞাতে বাড়ির সন্নিকটে থাকা পুকুরের পানিতে ডুবে যায়। শিশু দুটিকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকেন। বেলা ৫টার দিকে মরদেহ দুটি পুকুরের পানিতে ভাসতে দেখে স্বজনরা গিয়ে উদ্ধার করেন। পরে তাদেরকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বেতভিটা গ্রামে পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুর মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে