তেল আবিবের সামরিক সদরদপ্তরে ইরানের পাল্টা হামলা

 রবিবার, ১৫ জুন, ২০২৫

পাল্টা হামলায় ইসরায়েলের বিশ্ববিখ্যাত আয়রন ডোম বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করে তেল আবিবের প্রতিরক্ষা সদরদপ্তরে সরাসরি হামলা চালিয়েছে ইরান। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। খবর ফার্স্টপোস্টের।

শনিবার ভোরে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ইরান একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। আঘাতপ্রাপ্ত স্থাপনাগুলোর মধ্যে রয়েছে তেল আবিবের কিরিয়া এলাকা—যেখানে ইসরায়েলের সামরিক সদরদপ্তর এবং প্রতিরক্ষামন্ত্রণালয় অবস্থিত।

মধ্য ইসরায়েলের একাধিক স্থাপনাতেও আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। এতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটেছে। এই হামলার ঘটনায় ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে আয়রন ডোম, নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

১৯ সেকেন্ডের এক ভিডিও ক্লিপে দেখা যায়, ইসরায়েলের আয়রন ডোম সিস্টেম একটি ইরানি ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করার চেষ্টা করছে; কিন্তু সেটি ব্যর্থ হয় এবং মুহূর্তের মধ্যে ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের প্রতিরক্ষা সদরদপ্তরে গিয়ে আঘাত হানে।

ভিডিওর শুরুতেই বিকট শব্দে একটি প্রজেক্টাইল আকাশে ছুটে যায়। এরপর ঝলমলে আলো ও আগুনের গোলা বিশাল শব্দে ভবনটিতে আঘাত হানে। পেছনে দেখা যায় কিরিয়া এলাকার মার্গানিট টাওয়ার, যা ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) সদরদপ্তরের খুব কাছেই অবস্থিত।

এর আগে শুক্রবার সকালে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা চালায়। এতে ইরানের একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হন। এর প্রতিশোধ নিতেই তেহরান এই পাল্টা হামলা চালায় বলে জানিয়েছে ইরান।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে