ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন: বিনা টিকিটে ঢাকায় শাস্তি পেলেন ৩৭ জন

০১ জুন ২০২৫

ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে। ট্রেন যাত্রার প্রথম দিন শনিবার (৩১ মে) যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্টেশনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে টিকিটবিহীন বেশ কিছু যাত্রী শনাক্ত করে তাৎক্ষণিক জরিমানা আদায় ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মামলা করা হয়েছে।

তিনি জানান, ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচটি মামলা করা হয়েছে। এ ছাড়া বিনা টিকিটের প্ল্যাটফর্ম এলাকায় ভ্রমণের সময় টিটিইর মাধ্যমে জরিমানাসহ টিকিট দেওয়া হয়েছে ৩০ জনকে। মোট জরিমানাসহ টিকিটের অর্থ আদায় করা হয়েছে ৯ হাজার ২০ টাকা। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি হিসেবে জরিমানা আদায় করা হয়েছে ৬৫০ টাকা।

অন্যদিকে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের একটি মামলায় জরিমানা করা হয় ১০০ টাকা। এ ছাড়া টিটিইর মাধ্যমে বিনা টিকিটের ৭ জন যাত্রীকে জরিমানা করা হয়েছে ১ হাজার ৫০ টাকা।

দেশের অন্য রেলস্টেশনেও একইভাবে যাত্রী সাধারণের হয়রানিমুক্ত, নিরাপদ ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে বিশেষ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে