টেকনাফে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

কক্সবাজারের টেকনাফে বিজিবির বিশেষ অভিযানে নাফ নদীতে মাছ ধরার ছদ্মবেশে ইয়াবা পাচারের সময় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিককে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে এ অভিযান পরিচালনা করে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) সদস্যরা।

২-বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার নদীপথে মিয়ানমার থেকে কিছু ব্যক্তি মাছ ধরার ছদ্মবেশে মাদক পাচারের চেষ্টা করছে। এরপর বিজিবি বিভিন্ন স্থানে কৌশলগত টহল জোরদার করে। রাত ১১টার দিকে একটি সন্দেহভাজন নৌকা নদীতে দেখা গেলে বিজিবি সদস্যরা ধাওয়া করে। একপর্যায়ে নাফ নদীর বাংলাদেশ সীমানার ভেতরে নৌকাটি আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে নৌকার পাটাতনের নিচে জালের ভেতরে লুকানো অবস্থায় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন মিয়ানমারের মংডুর ডেইলপাড়ার মো. জুবায়ের (২০) ও নুরুল আমিন (২২)। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা পাচারের কথা স্বীকার করেছে।

বিজিবি জানায়, এই মাদকদ্রব্য বাংলাদেশি দোসরদের কাছে হস্তান্তরের পরিকল্পনা ছিল। পাচারচক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত চলছে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে