রবিবার ০১ জুন ২০২৫
নেত্রকোনার কেন্দুয়ায় অতিমাত্রায় বৃষ্টিসহ ঝড়ো বাতাসে বৈদ্যুতিক তার ছিঁড়ে টিনের সঙ্গে সংস্পর্শে টিন বিদ্যুতায়িত হয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্টে মারুফা (৩০) নামে এক গৃহবধূ মারা গেছে।
শনিবার (৩১ মে) সকালে উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের কুতুবপুর গ্রামের ঘটে। নিহত মারুফা (৩০) রোয়াইলবাড়ী ইউনিয়নের কুতুবপুর গ্রামের সোহেল মিয়ার স্ত্রী।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মারুফা সকাল বেলা টয়লেট ব্যবহার করার জন্য বাথরুমে যায়।
রাতে কোনো এক সময় ঝড়ো বাতাসসহ অতিমাত্রা বৃষ্টিতে বৈদ্যুতিক তার ছিঁড়ে বাথরুমের টিনের সঙ্গে লেগে টিন বিদ্যুতায়িত হয়েছিল। ওয়াসরুম ব্যবহার শেষে তার হাত টিনের সঙ্গে সংস্পর্শে এলেই বৈদ্যুতিক শটে মারুফা বিদ্যুৎপৃষ্ট হয়ে টিনের সঙ্গে আটকে থাকে। পরে চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার ঘটনাটি শুনে মর্মাহত হয়েছেন এবং শোকাহত পরিবারের সঙ্গে কথা বলেছেন।
তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে ২০ হাজার টাকার অনুদানের ঘোষণা দেন।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, উপজেলার কুতুবপুর গ্রামের মারুফা নামের এক গৃহবধূ বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। এঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।