জোড়া সুখবর দিলেন গার্দিওলা

শনিবার, ০১ নভেম্বর, ২০২৫

রদ্রি কখন ফিরবেন, তা নিয়ে এতদিন সুনির্দিষ্ট উত্তর দিতে পারছিলেন না ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। তবে প্রিমিয়ার লিগে এএফসি বোর্নমাউথের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর ম্যাচের আগে সুখবর দিয়েছেন তিনি।

ইতিহাদে রবিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় জার্মান জায়ান্টদের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। তার আগে আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্পেন কোচ জানিয়েছেন, ঘুরে দাঁড়ানোর ম্যাচে দেখা যাবে ২০২৪ ব্যালন ডি’অর জয়ী রদ্রিকে। এদিন আরও একটি সুখবর দিয়েছেন গার্দিওলা।

কারাবাও কাপে বিশ্রামে থাকা নরওয়েজিয়ান স্ট্রাইকারও ফিরছেন। প্রিমিয়ার লিগে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে রয়েছেন হলান্ড। এখন পর্যন্ত লিগে ৯ ম্যাচে ১১ গোল করেছেন তিনি। তাঁর দল যেখানে ১৭ গোল পেয়েছে, সেখানে একাই ১১ গোল হলান্ডের। অর্থাৎ চলতি আসরে ৬৭ শতাংশ গোল এসেছে ম্যানসিটি তারকার পা থেকে।

রদ্রি সবশেষ চারটি ম্যাচ মিস করেছেন হ্যামস্ট্রিং চোটের কারণে। আগে থেকেই তিনি চোটে ছিলেন। রিকভারের পরও নতুন চোট বাঁধায় বাদ পড়েন স্পেন মিডফিল্ডার। তার সে ইঁদুর-বিড়াল দৌড় শেষ হচ্ছে অবশেষে।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে গার্দিওলাকে প্রশ্ন করা হয়, ইতিহাদের ম্যাচে হলান্ড ফিরছেন কিনা। তিনি উত্তর দেন,  “হ্যাঁ।” 

রদ্রি প্রসঙ্গে বলেন, “আমি মনে করি সে প্রস্তুত আমাদের সাহায্য করতে। আমি জানি না সে শুরুর একাদশে থাকবেন কিনা। তবে সে খেলবে এটা নিশ্চিত।”

ভিলা পার্কে প্রিমিয়ার লিগের সবশেষ ম্যাচে অ্যাস্টন ভিলারের কাছে ১-০ গোলে হেরেছে ম্যানসিটি। তবে কারাবাও কাপে ঘুরে দাঁড়িয়েছে দলটি। গার্দিওলা মনে করেন, গত ম্যাচের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে বোর্নমাউথের বিপক্ষে জয় পাবে তাঁর শিষ্যরা।

তিনি বলেন, “সবাই মুখিয়ে পরবর্তী ম্যাচের জন্য। বিশেষ করে রদ্রি কয়েকটি ম্যাচ থেকে দূরে ছিল। তাছাড়া সবাই জানে ম্যাচটি তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ।”

প্রিমিয়ার লিগের ৯ রাউন্ড শেষে ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে সিটি। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে পড়েছে গার্দিওলার দল।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে