জয়পুরহাটে বাড়ির সদস্যদের বেঁধে ডাকাতি, ডাকাতদলের সদস্য গ্রেফতার

রবিবার, ১৫ জুন, ২০২৫

জয়পুরহাটের কালাই উপজেলার বাখরা গ্রামে একটি বাড়ির সবাইকে বেঁধে রেখে ডাকাতির ঘটনায় মেহেদী হাসান ওরফে চিকন আলী নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রবিবার (১৫ জুন) দুপুরে নিজ সম্মেলন কক্ষে এক প্রেস বিফ্রিংয়ে সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।

গ্রেফতারকৃত মেহেদী হাসান ওরফে চিকন আলী জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দক্ষিণ বস্তা বাসতা আলমপুর গ্রামের রাশেদুল ইসলামের ছেলে।

পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, ২০২৪ সালের ২৫ অক্টোবর রাতে কালাই উপজেলার বাখরা গ্রামের কছিম উদ্দিন ফকির নামে এক ব্যক্তির বাড়িতে সংঘবদ্ধ ডাকাতদল হানা দেয়। এরপর ডাকাতরা বাড়ির সকল সদস্যদের হাত-পা বেঁধে রেখে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, ৪টি বিদেশি গরু ও চালসহ প্রায় সাড়ে ১১ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় কালাই থানায় মামলা হলে পুলিশ ডাকাতদের ধরতে অভিযানে নামে। এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় গত শুক্রবার রাতে আক্কেলপুর থানা এলাকায় ডাকাতির অন্যতম হোতা মেহেদী হাসানকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শেখ মোঃ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেন, সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) তুহিন রেজা, জেলা ডিবি পুলিশের ওসি আসাদুজ্জামান, কালাই থানার ওসি জাহিদ হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে