বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির উদ্যোগের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, গত ৭ জানুয়ারির ডামি নির্বাচনে জনগণ ভোট না দেওয়ায় তাঁদের ওপর প্রতিশোধ নিতেই বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানো হচ্ছে।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, গণবিরোধী সরকার জবাবদিহির ধার ধারে না। এই অবৈধ সরকারের পক্ষে কোনো গণরায় নেই। তাই জনজীবনকে দুর্বিষহ করে তুলতেই বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধি করছে সরকার। এই সিদ্ধান্ত হবে অতীব নিষ্ঠুর।