ছুটিতে আবার স্পেনে হ্যাভিয়ের ক্যাবরেরা

শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

আবার ছুটি কাটাতে স্পেন গেছেন জাতীয় পুরুষ ফুটবল দলের স্প্যানিশ হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। বৃহস্পতিবার বিকেলে কাঠমান্ডু থেকে দলের সঙ্গে ঢাকায় ফিরেছিলেন তিনি। এরপর শুক্রবার ভোরে ঢাকা থেকে স্পেন গেছেন হামজা-জামালদের কোচ।

জাতীয় দলে ম্যাচের পর দিনই স্পেন গমন ক্যাবরেরার অলিখিত রীতি। কাঠমান্ডু থেকে বাংলাদেশ দলের ফেরার মূল সূচি ছিল ১০ সেপ্টেম্বর। সেদিন রাতেই তার স্পেনে ফেরার টিকিট ছিল। বাংলাদেশ দল কাঠমান্ডু থেকে ঢাকায় ফিরতে বিলম্ব হওয়ায় ক্যাবরেরার টিকিটও বদল করতে হয়েছে। 

জাতীয় দলের পরবর্তী ম্যাচ ৯ অক্টোবর ঢাকায় হংকংয়ের বিপক্ষে। ওই ম্যাচের ক্যাম্প শুরু হতে পারে সেপ্টেম্বরের শেষ দিকে। এর আগে ঘরোয়া ফুটবলে চ্যালেঞ্জ কাপ, লিগ ও ফেডারেশন কাপের ম্যাচ রয়েছে। অক্টোবরে দল নির্বাচনের জন্য ঘরোয়া প্রতিযোগিতা কোচের দেখা প্রয়োজন হলেও তিনি কবে আসবেন সেটি নিশ্চিত হয়নি।

জাতীয় দলে সেপ্টেম্বর উইন্ডো উপলক্ষ্যে আগস্টের প্রথম সপ্তাহে এসেছিলেন হ্যাভিয়ের ক্যাবরেরা। ১৩ আগস্ট থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হয়। তিনি ১৫ আগস্ট অনুশীলন করেন। তিন সপ্তাহ অনুশীলনের পর নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। 

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে