গোল্ডেন বুট হাতে পেয়ে এমবাপে বললেন, ‘অনেকবার জিততে চাই’

 শনিবার, ০১ নভেম্বর, ২০২৫

ক্যারিয়ারে প্রথমবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতে বেশ উচ্ছ্বসিত কিলিয়ান এমবাপে। পরেরবার আবার মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কার জয়ের প্রত্যয় ব্যক্ত করছেন রিয়াল মাদ্রিদের এই ফরাসি তারকা।

ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে সর্বোচ্চ গোলদাতাকে এই পুরস্কার দিয়ে থাকে ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়া। ২০২৪-২৫ মৌসুমের জন্য পুরস্কারটি পেলেন এমবাপে। রিয়ালের হয়ে অভিষেক মৌসুমে লা লিগায় ৩১ গোল করেছেন তিনি। পয়েন্টের ভিত্তিতে নির্ধারণ করা হয় বিজয়ী। এমবাপে পান ৬২ পয়েন্ট। ৫৮.৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় হন গত মৌসুমে স্পোর্তিং সিপির হয়ে খেলা ভিক্তর ইয়োকেরেস, লিভারপুলের মোহামেদ সালাহ ৫৮ পয়েন্ট পেয়ে হন তৃতীয়।

সান্তিয়াগো বের্নাবেউয়ের প্রেসিডেন্সিয়াল বক্সে শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে এমবাপের হাতে পুরস্কারটি তুলে দেওয়া হয়। সেখানে রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস, কোচ শাবি আলোন্সোসহ দলের সব খেলোয়াড় উপস্থিত ছিলেন।

পুরস্কার হাতে নিয়ে উচ্ছ্বসিত এমবাপে বলেন, গোল্ডেন বুট জেতা আমার জন্য দারুণ মুহূর্ত। প্রথমবারের মতো পেলাম, একজন ফরোয়ার্ড হিসেবে সত্যিই বিশেষ কিছু।  রিয়ালে অনেক বছর থাকতে চাই এবং এমন পুরস্কার আরও অনেকবার জিততে চাই।

তিনি বলেন, এই খেলোয়াড়দের ছাড়া পুরস্কারটি জেতা অসম্ভব, আমি তা জানি। ক্লাব, চিকিৎসক, স্টাফদের ধন্যবাদ জানাতে চাই, যারা মাঠের ভেতরে ও বাইরে আমাকে সাহায্য করেছেন। 

এমবাপে বলেন, আমাদের দলে দারুণ একতা আছে। আমি চাই, এই মৌসুমে বড় কিছু জিতি। দলীয় সাফল্যই আসল বিষয়। আশা করি, এই বছর আমরা গুরুত্বপূর্ণ ট্রফি জিতব। 

রিয়াল মাদ্রিদের তৃতীয় খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতলেন এমবাপে। তার আগে সবশেষ ২০১৪-১৫ মৌসুমে জিতেছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকা ক্যারিয়ারে মোট চারবার পেয়েছেন এই স্বীকৃতি। রেকর্ড ছয়বার পেয়েছেন বার্সেলোনা কিংবদন্তি লিওনেল মেসি।

গতবার ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছিলেন হ্যারি কেইন, তার আগের মৌসুমে আর্লিং হলান্ড। এই দুজনের আগে টানা দুই মৌসুমে জেতেন রবের্ত লেভানদোভস্কি।

চলতি মৌসুমে এখন পর্যন্ত ১০ ম্যাচে ১১ গোল করে লা লিগার সর্বোচ্চ স্কোরার এমবাপে। ৬টির বেশি গোল নেই আর কারও। তার দলও আছে লিগ টেবিলের চূড়ায়। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচের ১২টি জিতেছে তারা।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে