গোপালগঞ্জে ৩১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেফতার

রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩১টি মাদক মামলার আসামিকে ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কুশলী ইউনিয়নের দক্ষিণ কুশলী গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত নবীর শিকদার (৩৫) ওই গ্রামের মো. ফায়েজুর শিকদারের ছেলে। তার বিরুদ্ধে টুঙ্গিপাড়া ও জেলার অন্যান্য থানায় মোট ৩১টি মাদক মামলা রয়েছে, যার মধ্যে কয়েকটিতে গ্রেফতারি পরোয়ানা জারি আছে।

টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কুশলী গ্রামে অভিযান চালানো হয়। এসময় নবীর শিকদারকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, এসময় তার কাছ থেকে ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে