গাজায় ত্রাণ প্রবেশে ‘জরুরি ব্যবস্থা’ নেওয়ার আহ্বান ম্যাক্রোঁর

মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

যুদ্ধবিধ্বস্ত গাজার বেসামরিক নাগরিকদের জন্য জরুরি ত্রাণ সহায়তা পৌঁছাতে ত্রাণ সরবরাহের পথ অবিলম্বে খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

মঙ্গলবার স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী রবার্ট গোলোবের সঙ্গে লুবলিয়ানায় এক যৌথ সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ বলেছেন, “গাজার পরিস্থিতি অত্যন্ত নাজুক।”

তিনি বলেছেন, “আমরা আমাদের ইউরোপীয়, আরব ও মার্কিন অংশীদারদের সঙ্গে সমন্বয়ে তাৎক্ষণিকভাবে মানবিক করিডোর ও প্রবেশপথগুলো পুনরায় চালুর জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকতে চাই, যাতে ত্রাণ, খাদ্য ও মৌলিক প্রয়োজনীয় সামগ্রী গাজার জনগণের কাছে পৌঁছানো যায়। এটি একেবারেই জরুরি।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে