গাজায় ইসরায়েলি হামলায় ৬২ ফিলিস্তিনি নিহত

 রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের বর্বর হামলায় কমপক্ষে ৬২ জন নিহত হয়েছেন। হাসপাতাল সূত্রের তথ্য অনুযায়ী, গত ২৩ মাস ধরে চলা আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৬৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন ১ লাখ ৬২ হাজারের বেশি।

নিহতদের মধ্যে ৪১ জনই গাজা নগরীর বাসিন্দা। স্থানীয় লোকজন জানিয়েছেন, সকাল থেকে অবিরাম বোমাবর্ষণ ও গোলাবর্ষণে তাদের মৃত্যু হয়। এ অবস্থায় জাতিসংঘ সতর্ক করে বলেছে, ইসরায়েল যদি গাজা নগরী দখলের অভিযান চালিয়ে যায়, তাহলে পরিস্থিতি ‘বিপর্যয়কর’ রূপ নেবে।

তবে জাতিসংঘের সতর্কতা উপেক্ষা করে গাজার বাসিন্দাদের নগরী ছেড়ে দক্ষিণ দিকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। নির্দেশনার পরপরই নগরীর একটি বহুতল ভবনে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ভবনটিতে একাধিক বেসামরিক পরিবার আশ্রয় নিয়েছিল বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

গত শুক্রবার গাজায় ইসরায়েলি আগ্রাসনের ৭০০তম দিন পূর্ণ হয়েছে। সেদিন গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামলা শুরু হওয়ার পর থেকে অন্তত ১৯ হাজার ৪২৪ শিশু নিহত হয়েছে। অর্থাৎ গড়ে প্রতি ৫২ মিনিটে একটি শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুদের মধ্যে এক বছরের কম বয়সী প্রায় এক হাজার নবজাতকও রয়েছে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে