গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও ৮২ ফিলিস্তিনি নিহত

শনিবার, ২১ জুন, ২০২৫

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের বর্বর হামলায় আরও ৮২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে মধ্য ও দক্ষিণ গাজা উপত্যকায় মানবিক সহায়তার জন্য অপেক্ষা করার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ৩৪ ফিলিস্তিনি নিহত হন। এছাড়া, আহত হন আরও বেশ কয়েকজন।

শুক্রবার গাজার হাসপাতাল সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

হাসপাতাল সূত্র জানায়, মধ্য গাজায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে ২৩ জন সাহায্যপ্রার্থী। গাজা সিটিতে আরও ২৩ জন নিহত হয়েছেন। এছাড়া, গাজার দক্ষিণে ২২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জন সাহায্যপ্রার্থী।

গত ২৭ মে থেকে গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন মানবিক সহায়তা বিতরণ শুরু করার পর থেকে সাহায্য কেন্দ্রগুলোর কাছে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলায় শত শত মানুষ নিহত হয়েছেন।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-সমর্থিত এই বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন সহায়তা রসদ সরবরাহ বিতরণের দায়িত্বে রয়েছে। জাতিসংঘ তাদের ব্যর্থতার জন্য সমালোচনা করেছে। কারণ তারা গাজায় নিরাপদ সরবরাহ নিশ্চিত করতে পারেনি। 

সহায়তা সংস্থাগুলো সতর্ক করেছে যে, গত মার্চ মাসের শুরু থেকে মে মাসের শেষ পর্যন্ত ইসরায়েল সম্পূর্ণ অবরোধ আরোপ করার পর গাজাবাসীরা দুর্ভিক্ষের হুমকির মুখে পড়েছে। 

ইউনিসেফ সতর্ক করেছে যে, গাজা উপত্যকাও মানবসৃষ্ট খরার মুখোমুখি হচ্ছে। কারণ এর পানি সরবরাহ ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে।

জাতিসংঘ সংস্থা সতর্ক করেছে যে, গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের সহায়তা বিতরণ ব্যবস্থা হতাশাজনক পরিস্থিতিকে আরও খারাপ করে তুলছে।

শুক্রবার তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানান। অনতিবিলম্বে গাজায় হামলা বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, এই উন্মাদনার যত তাড়াতাড়ি সম্ভব অবসান হওয়া উচিত। ইসরায়েল তাদের হাসপাতালের ক্ষয়ক্ষতির বিষয়ে অভিযোগ করেছে। অথচ তারা গাজায় একাই হাসপাতালগুলোতে এখন পর্যন্ত ৭০০টিরও বেশি হামলা চালিয়েছে। 

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে