গাইবান্ধা রেলওয়ে স্টেশন মাস্টারকে মারধরে মামলা, গ্রেফতার ২

রবিবার, ১৫ জুন, ২০২৫

গাইবান্ধা রেলওয়ে স্টেশন মাস্টার আবুল কাশেমকে মারপিটের ঘটনায় অভিযুক্ত স্বামী ও স্ত্রীকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। গ্রেফতাররা হলেন কুড়িগ্রাম সদর উপজেলার ভেলাকোপা এলাকার মোহাম্মদ আলীর ছেলে আনোয়ারুল হক (৩৫) ও তার স্ত্রী মহিমা বেগম (৩০)। শনিবার (১৪ জুন) রাতে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন, বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার।

এর আগে একইদিন বেলা ১২টার দিকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের দুই যাত্রীর মধ্যে বিরোধ মেটাতে গেলে গাইবান্ধা স্টেশন মাস্টার আবুল কাশেমকে ধাক্কাতে ধাক্কাতে প্রকাশ্যে কিলঘুশি মারতে থাকেন আনারুল। একপর্যায়ে উলঙ্গ হওয়ার পরও স্টেশন মাস্টারকে টেনে হেঁচড়ে নিয়ে মারধর করেন তিনি। এসময় দৌড়ে এসে মারধরে অংশ নেন আনারুলের স্ত্রী মহিমাও। এ ঘটনার ৩৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে নিন্দার ঝড় ওঠে।

বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার বলেন, ঘটনার পর দ্রুত অভিযুক্ত আনোয়ারুল হক ও তার স্ত্রী মহিমা বেগমকে বগুড়া-সান্তাহার রুটের লালমনি এক্সপ্রেস ট্রেন থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বোনারপাড়া রেলওয়ে থানায় মামলা দায়ের হয়েছে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে