খাগড়াছড়িতে ভারী বর্ষণে পাহাড় ধস, আশ্রয়কেন্দ্রে ছুটছেন মানুষ

রবিবার, ০১ জুন, ২০২৫

খাগড়াছড়িতে ভারী বর্ষণে পাহাড় ধসের সৃষ্টি হয়েছে। এতে করে তিন ঘণ্টা ধরে খাগড়াছড়ি ভুয়াছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। এদিকে, পাহাড়ের পাদদেশ ও নিম্ন অঞ্চলের পানি থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন অন্তত ৫০০ মানুষ। 

সারা দেশের ন্যায় খাগড়াছড়িতে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে করে চেঙ্গি ও মাইনি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে। 

রবিবার সকালে খাগড়াছড়ি  ভুয়াছড়ি সড়কের ক্লিনিক এলাকায় একটি পাহাড় ধসে পড়ে। এতে  খাগড়াছড়ির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কয়েক ঘণ্টা পরে ফায়ার সার্ভিস, আনসার বাহিনী ও স্থানীয় লোকজন মাটি সরিয়ে যানবাহন চলাচল সচল করেন। 

এ সময় খাগড়াছড়ি সদর উপজেলা ইউএনও সুজন চন্দ্র রায় পাহাড় ধসের স্থানটি পরিদর্শন করেন। তিনি এলাকাবাসীকে নিরাপদে আশ্রয়স্থলে যাওয়ার আহ্বান জানান। 

এদিকে তিনটি বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুপুরের খাবার বিতরণ করা হয়। যেসব কেন্দ্রগুলোতে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে, এর মধ্যে রয়েছে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়, অউপজাতীয় ছাত্রাবাস ও ঠাকুর ছড়া শিব মন্দির প্রাইমারি স্কুল। এ তিনটি আশ্রয় কেন্দ্রে  ৫০০ জন আশ্রয় নিয়েছেন। 

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে