কুড়িগ্রামে জুলাই শহীদ নুর আলম স্মৃতি দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

 শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে “শহীদ নুর আলম স্মৃতি” দাবা প্রতিযোগিতার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকেল সাড়ে ৫টায় কলেজ মোড়স্থ জুলাই স্মৃতি পাঠাগারে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন শহীদ নুর আলম এর বাবা মো. আমীর হোসেন। উক্ত দাবা প্রতিযোগিতায় ১৬ জন প্রতিযোগী অংশ নেন।

তিন রাউন্ড দাবা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জাতীয় নাগরিক পাটি’ এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ। 

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. সাদিকুর রহমান এবং জেলা গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক জাহিদ হাসানসহ অন্যান্যরা।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে