কানাডায় নৌকাডুবিতে নিহত দুই বাংলাদেশির জানাজা সম্পন্ন

 বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

কানাডায় ক্যানো (নৌকা) উল্টে নিহত দুই বাংলাদেশির জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।

বুধবার কানাডার স্থানীয় সময় বাদ আসর টরন্টোর ৩৪৭ ডেনফোথ রোডের সুননাতুল জামাত মসজিদে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে প্রচুর সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। 

কানাডার বাংলাদেশ হাইকমিশন অফিস জানায়, নিহত রাকিব ও ক্যাপ্টেন সাইফের মরদেহ আজই কানাডা থেকে সরাসরি বিমান যোগে ঢাকায় পাঠানো হবে। 

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বাদ জোহর ঢাকায় বাংলাদেশ এয়ার ফোর্সেস কবরস্থানে তাদের দুজনকে দাফন করা হবে।

গত ৮ অন্টারিওর লিনজির একটি কটেজ সংলগ্ন হ্রদে ক্যানোইং করতে গিয়ে বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-এর অভিজ্ঞ ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু ও তার ঘনিষ্ঠ বন্ধু বিজিএমইএর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিব পানিতে ডুবে প্রাণ হারান।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে