করিমগঞ্জে বাবাকে খুনে অভিযুক্ত ছেলে গ্রেফতার

বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

কিশোরগঞ্জের করিমগঞ্জে পিতা হত্যায় অভিযুক্ত ছেলে আব্দুল আওয়াল বাদলকে (৪২) নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে সংবাদ সম্মেলনে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির এ তথ্য জানান।

এর আগে, বুধবার (২২ অক্টোবর) বিকাল সোয়া ৪টার দিকে র‌্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্পের সহায়তায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার চট্টগ্রাম রোড থেকে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি আব্দুল আওয়াল বাদল ছিলো উশৃঙ্খল ও মাদকাসক্ত প্রকৃতির। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তিনি প্রায়ই তার স্ত্রীকে শারীরিক নির্যাতন করতেন। নির্যাতনে অতিষ্ট হয়ে তার স্ত্রী ঘটনার প্রায় তিন মাস আগে তিন সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান।

এরপর থেকে স্ত্রীকে ফিরিয়ে আনতে এবং মাদকের টাকার জন্য বাদল তার পিতা আব্দুল মালেককে চাপ দিতে থাকেন। গত ১৭ অক্টোবর সকালে বাদল ঘরে ঢুকে পিতা আব্দুল মালেকের বুকে ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যান বাদল। 

আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে বিকাল সাড়ে ৪ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় নিহত মালেকের ছোট ছেলে খোকন মিয়া বাদী হয়ে গত ১৯ অক্টোবর করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

ঘটনার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গ্রেফতার অভিযান চালায়।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে