কবরস্থানে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণ, আতঙ্কে স্থানীয়রা

 সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের রানীহাটিতে কবরস্থানে পুঁতে রাখা প্রায় ৪০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের ধুমিহায়াতপুর এলাকার আহসান মুঞ্জুরের কবরস্থানে এ ঘটনা ঘটে। 

বিস্ফোরণের আঘাতে ভেঙে পড়েছে পাশে থাকা একটি সীমানা প্রচীরের দেয়াল। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, অন্তত ৪০টি ককটেল বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। 

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং দেখে মনে হচ্ছে মজুত রাখা ককটেল বিস্ফোরণ হয়েছে। তবে এসব ককটেল মজুতকারীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে