‘কক্সবাজার এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকল, দুর্ভোগে ৮ শতাধিক পর্যটক

 রবিবার, ১৫ জুন, ২০২৫

কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে ইসলামাবাদ স্টেশনে দীর্ঘ সময় ধরে আটকা পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ঢাকাগামী আট শতাধিক পর্যটক।

রবিবার দুপুর দেড়টার দিকে ঢাকা-কক্সবাজার রুটের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ স্টেশনে ট্রেনটি আটকা পড়েছে জানিয়ে কক্সবাজার স্টেশনের ম্যানেজার মোহাম্মদ গোলাম রব্বানী বলেন, ‘ট্রেনটিতে ২৩টি বগি রয়েছে এবং ৮ শতাধিক যাত্রী অবস্থান করছেন। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর দুপুর পৌনে ১টায় আইকনিক স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। দুপুর দেড়টার দিকে ট্রেনটি ইসলামাবাদ স্টেশনে পৌঁছালে আকস্মিক ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে সেখানে আটকা পড়ে ৮ শতাধিক পর্যটক।’

ট্রেনটির ইঞ্জিনের মোটর পুড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

স্টেশন ম্যানেজার আরও বলেন, ‘কক্সবাজার স্টেশনে কোনো ধরনের রিলিফ ট্রেন বা লোকোসেড নেই। এতে ট্রেনটি চালু করতে চট্টগ্রাম থেকে ইঞ্জিন আনতে সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। ইঞ্জিনটি নিয়ে একটি রিলিফ ট্রেন চট্টগ্রাম থেকে ইসলামাবাদ স্টেশনের দিকে রওনা দিয়েছে। বিকাল সাড়ে ৩টার দিকে রিলিফ ট্রেনটি লোহাগড়া স্টেশন অতিক্রম করেছে। 

চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক এবিএম কামরুজ্জামান বলেন, ‘বিকল হওয়া ইঞ্জিনটি সরিয়ে নতুন ইঞ্জিন সংযোগের পরই ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। চট্টগ্রাম থেকে নতুন ইঞ্জিনসহ রিলিফ ট্রেন রওনা হয়েছে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে