কক্সবাজার উপকূলে ভেসে এলো মাঝিমাল্লাবিহীন ফিশিং ট্রলার

বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

বৈরী আবহাওয়ায় কক্সবাজার উপকূলে বয়ে যাচ্ছে ঝোড়ো হাওয়া। আবহাওয়া অধিদফতর কক্সবাজার, চট্টগ্রাম ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে। এদিকে, সাগরের প্রচণ্ড উত্তাল অবস্থায় টেকনাফ সমুদ্র উপকূলে জোয়ারের পানিতে ভেসে এসেছে মাঝিবিহীন একটি ফিশিং ট্রলার। 

বুধবার বিকেলে টেকনাফ উপজেলার উপকূলীয় ইউনিয়ন বাহারছড়ার হাজমপাড়া সৈকতে ট্রলারটি ভেসে আসে।

স্থানীয় বাসিন্দারা জানান, বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকার কারণে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে বা দুর্ঘটনাবশত এখানে ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় জেলেরা বলেন, গত কয়েকদিন ধরে টানা ভারী বৃষ্টি হচ্ছে এবং সাগর খুবই উত্তাল। এর মধ্যেই বুধবার বিকেলের দিকে একটি বড় ফিশিং ট্রলার সাগরের জোয়ারে ভেসে হাজমপাড়া সৈকতে আসে। তবে ট্রলারটিতে কোনো মাঝি বা লোকজন ছিল না।

পরে স্থানীয় কিছু লোক ট্রলারে থাকা মালামাল ও কাঠ ভেঙে লুটপাট করে নিয়ে যায়।

টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শোভন কুমার শাহা বলেন, মাঝিমাল্লাবিহীন একটি ফিশিং ট্রলার উপকূলে ভেসে এসেছে। বর্তমানে বিষয়টি কোস্ট গার্ড পর্যবেক্ষণ করছে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে