এমন হারের পর যা বললেন সাকিব

শনিবার, ৩১ মে, ২০২৫

গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হেরেছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এবার পাকিস্তানের বিপক্ষেও সিরিজ হারল টাইগাররা। গতকাল (শুক্রবার) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৫৭ রানের বড় ব্যবধানে হেরেছে লিটন দাসের দল। টাইগারদের পক্ষে পেস বোলার তানজিম সাকিবই কেবল ব্যাট হাতে বড় ইনিংস খেলেছেন। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হার নিশ্চিত হলেও, পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর বিশ্বাস রয়েছে তার। 

ম্যাচ শেষে তানজিম সাকিব বলেন, ‘আসলে উইকেট হিসেব করলে এখানে পিএসএলেও দেখা গেছে ২০০ রান অনেক সহজে হচ্ছে। ২০০ রান তাড়া করার মতোই। প্রথম ম্যাচেও লিটন (দাস) ভাই যতক্ষণ ছিল আমরা ম্যাচে ছিলাম। সমস্যাটা হলো আমরা ব্যাক টু ব্যাক উইকেট হারিয়ে ফেলছি। এখানেই ব্যাকফুটে চলে যাচ্ছি।’  

টানা উইকেট হারানো বাংলাদেশের জন্য দুশ্চিন্তার কারণ বলে মনে করছেন ডানহাতি এই তরুণ পেসার, ‘এটা অবশ্যই চিন্তার জায়গা। আমরা ম্যাচটা হারতেছি ব্যাক টু ব্যাক উইকেট হারানোর কারণে। সেটাই আমাদের প্রধান সমস্যা। আমাদের রান অটো চলে আসে। যখন ব্যাক টু ব্যাক উইকেট যায় তখন আমরা ম্যাচ থেকে বের হয়ে যাচ্ছি। টি-টোয়েন্টিতে যে দল ১০ উইকেট নিতে পারবে তারাই বেশিরভাগ সময় জিতে। আমি মনে করি উইকেট ধরে খেলা বেশি জরুরি। আমাদের এই জায়গাতে অনেক বেশি মনোযোগ দিতে হবে।’

স্কোয়াডে থাকা ক্রিকেটাররা নিজেদের প্রমাণ করে এসেছেন বলে তাদের ওপর কামব্যাকের বিশ্বাস আছে তানজিম সাকিবের, ‘যারা দলে আছেন সবাই সব জায়গায় প্রমাণিত। আমার মনে হয় তারা হয়তো একটু ছন্দের বাইরে আছে। আমি আমার টিমমেটদের ওপর অনেক বেশি বিশ্বাস রাখি। আমি আশা রাখি তারা পরের ম্যাচে কামব্যাক করবে। আমি মনে করি, ব্যাটাররা আরও দায়িত্বশীল ব্যাটিং করলে এই উইকেটে ২০০ রান তাড়া করা সম্ভব। জুটি গড়াতে অনেক বেশি মনোযোগ দিতে হবে।’

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে