ঈদের ছয় দিন বাকি, জমে উঠেনি রাজধানীর পশুর হাট

 ০১ জুন ২০২

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে কোরবানির পশুর হাট বসতে শুরু করেছে। তবে ঈদকে সামনে রেখে আর মাত্র ছয় দিন বাকি থাকলেও এখনো জমে ওঠেনি অধিকাংশ হাট। দিনভর অপেক্ষায় থাকলেও ক্রেতার তেমন দেখা নেই বলে জানালেন হাটে আসা গরু ব্যবসায়ীরা।

শনিবার সারাদিন রাজধানীর ধোলাইখাল, শাহজাহানপুর, পোস্তগোলা শ্মশান ঘাট, উত্তরার দিয়াবাড়ীসহ বেশ কয়েকটি হাট ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ব্যবসায়ীরা বলছেন, চলমান বৃষ্টিপাতের কারণে ক্রেতাদের উপস্থিতি কম। অনেকেই কেবল দাম যাচাই করতে এসে ফিরে যাচ্ছেন। হাটের পরিসর বড় হলেও এখনও পর্যাপ্ত সংখ্যক গরু উঠেনি।

শ্মশান ঘাট হাটে গরু নিয়ে আসা ব্যবসায়ী জামাল রুহানি বলেন, “হাটে ক্রেতা নেই, গরুও পুরোপুরি ওঠেনি। আজ সারাদিনে একটি গরুও বিক্রি হয়নি। যদি ঈদের আগে গরুগুলো বিক্রি না হয়, তবে বড় ধরনের লোকসানের মুখে পড়তে হবে।”

রাজবাড়ী থেকে ১৪টি উন্নত জাতের গরু নিয়ে আসা ব্যবসায়ী ফিরোজ মাহমুদ বলেন, “আমার সব গরুই স্বাস্থ্যবান ও উন্নত জাতের। কিন্তু এখনও একটি গরুও বিক্রি হয়নি। হাটে ক্রেতা একেবারেই কম।”

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের কোরবানির হাটে লাখ টাকার নিচে ভালো গরু পাওয়া কঠিন। গরুর গড় দাম ২ থেকে ৩ লাখ টাকার মধ্যে। হাটে দেখা মিলেছে অস্ট্রেলিয়ান জাতের একটি বিশালাকৃতির গরুরও, যার ওজন প্রায় ১ হাজার ৪০০ কেজি। বিক্রেতারা এর দাম হাঁকাচ্ছেন ১৪ লাখ টাকা।

হাটে আসা এক ক্রেতা বলেন, “হাটে অনেক গরু দেখছি, কিন্তু যে গরুগুলো পছন্দ হচ্ছে, সেগুলোর দাম লাখ টাকার ওপরে। আরও কিছুদিন পর হাটে গরু বাড়লে দাম কিছুটা কমতে পারে বলে আশা করছি।”

ব্যবসায়ীরা আশা করছেন, আগামী দু-এক দিনের মধ্যে বৃষ্টির প্রকোপ কমলে এবং ক্রেতাদের উপস্থিতি বাড়লে হাটে বেচাকেনা জমে উঠবে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে