ইসরায়েলের বন্দরনগরী হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

 সোমবার, ১৬ জুন, ২০২৫

দখলদার ইসরায়েলের বন্দরনগরী হাইফাতে সরাসরি আঘাত হেনেছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র। রবিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান।

বার্তাসংস্থা রয়টার্সের ক্যামেরায় হাইফা শহরে বিস্ফোরণ ধরা পড়েছে। ওই সময় হাইফার আকাশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

রয়টার্স জানায়, হাইফায় একাধিক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে। সেখানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

ইসরায়েলের জাতীয় জরুরি পরিষেবার বরাত দিয়ে আল–জাজিরা জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফায় ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারজন আহত হয়েছেন।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে