ইসরায়েলি হামলায় ইরানে দুই দিনে নিহত ১২৮

 সোমবার, ১৬ জুন, ২০২৫

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের ধারাবাহিক হামলায় মাত্র দুই দিনে অন্তত ১২৮ জন প্রাণ হারিয়েছেন। শুক্রবার ও শনিবার ইরানের বিভিন্ন অঞ্চলে চালানো এসব হামলায় আহত হয়েছেন আরও প্রায় ৯০০ জন। খবর আল জাজিরার

ইরানি পত্রিকা এতেমাদ ডেইলি জানিয়েছে, আহতদের মধ্যে বহু মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের মধ্যে অন্তত ৪০ জন নারী এবং বেশ কয়েকজন শিশু রয়েছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইসরায়েলি হামলার পর তেহরানসহ বেশ কয়েকটি শহরে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। ইরানি কর্তৃপক্ষ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে